ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় চার প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য শহরে টহল শুরু করে।



ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ও ১২ জানুয়ারি ঘটে যাওয়া নাশকতার ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় জেলা বিএনপি।

প্রথমে তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়। কিন্তু ওই দুইদিনের তাণ্ডবের ঘটনায় মামলা থাকায় গ্রেফতার এড়াতে প্রেসক্লাবে না করে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাড়িতে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় বিএনপি। এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দলটির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হচ্ছিল। এজন্য ফের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন রাতে সাংবাদিকদের ফোন করে সোমবার সকালে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।