ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কমলনগরের পাটারিরহাট ইউনিয়নের এক কেন্দ্রে ভোট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, মার্চ ২৩, ২০১৬
কমলনগরের পাটারিরহাট ইউনিয়নের এক কেন্দ্রে ভোট স্থগিত

লক্ষ্মীপুর: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় (চার নম্বর ওয়ার্ড) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ভোট চলাকালে দুর্বৃত্তরা ১৩শ’ ব্যালট পেপার ছিনতাই করে।

এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এইচ এম এহসানুল হক বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।