ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রামে জাসদের পতাকা মিছিল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, মার্চ ২৪, ২০১৬
কুড়িগ্রামে জাসদের পতাকা মিছিল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: বিভেদ ভুলে ঐক্যবদ্ধ দল গড়ার দাবিতে পতাকা মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা জাসদ। এসময় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।



বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম শহর মুখরিত হয়ে ওঠে ‘বিভেদ নয়, ঐক্য ঐক্য। ইনু-শিরিন এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’ এই শ্লোগানে।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও কলেজ মোড় এলাকায় পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জাসদের সভাপতি এমদাদুল হক এমদাদ, সহ-সভাপতি শামসুল হক ও আক্তার আলী, সাধারণ সম্পাদক মাহবুবার রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কার্তিক চক্রবর্তী, আব্দুর রশীদ পাটোয়ারী, আমিনুল ইসলাম রায়হান, ইউসুফ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।