ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এনেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মার্চ ২৫, ২০১৬
বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এনেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা এখন প্রযুক্তি আর বিজ্ঞান শিক্ষা নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে নিচ্ছে।



শুক্রবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এ কথা বলেন।

‘স্বাধীনতার পূর্বে ও পরে বাংলাদেশের ধর্মীয় আন্দোলনের অবস্থান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট।

এইচ টি ইমাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষায় আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা এখন প্রযুক্তি আর বিজ্ঞান শিক্ষা নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে নিচ্ছে। শুধু তাই নয়, বিসিএস পরীক্ষায়ও তারা ভালো করছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরই সোহরাওয়ার্দীতে ঘোড়ার রেস, ওয়াইন বন্ধ করেছিলেন। গড়েছিলেন ইসলামী ফাউন্ডেশন। হজের জন্য জাহাজ এনেছিলেন। তার কন্যা শেখ হাসিনাও ইসলামকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, সারাদেশে যারা ফেৎনা, ফেসাত সৃষ্টি করছে, ইসলাম তাদের হাতে নিরাপদ নয়। যারা এসব করছে তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে মাওলানা আবু সুফিয়ান জাকী, মো. নুরুল ইসলাম, মো. সোয়াইব মোল্লা, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য এমএ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।