ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেট জেলা ছাত্রদল নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, মার্চ ২৬, ২০১৬
সিলেট জেলা ছাত্রদল নেতা আটক

সিলেট: সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর উপশহরের বাসা থেকে তাকে আটক করা হয়।



আটক সাঈদ আহমদের বড় ভাই অধ্যাপক ফরিদ আহমদ বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, র‌্যাব-৯ এর পরিচয়পত্র দেখিয়ে তারা আমার ভাইকে বাসা থেকে ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে র‌্যাব-৯ পরিচালক (মিডিয়া) ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কয়েকটি মামলায় জামিন নিলেও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এনইউ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।