ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবসে ডিইউজে কার্যালয় দখল জামায়াত সমর্থকদের!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মার্চ ২৬, ২০১৬
স্বাধীনতা দিবসে ডিইউজে কার্যালয় দখল জামায়াত সমর্থকদের! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাধীনতা দিবসে জামায়াত সমর্থক সাংবাদিক নেতাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) কার্যালয় দখল হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির একাংশের নেতারা। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

শনিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের নিচতলায় অবস্থিত ডিইউজে কার্যালয় দখলে নেয় সংগঠনটির জামায়াত সমর্থক অংশ।
তারা তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন।

এদের মধ্যে ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্ববায়ক রুহুল আমীন গাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ওই অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

কার্যালয় দখলের পর রুহুল আমিন গাজী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার জন্য আমরা আমাদের কার্যালয়ে এসেছি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের সংগঠন।

পরে বাংলানিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় দখলদারদের বিপরীত অংশের ডিইউজে সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু বলেন, জামায়াত সমর্থক সাংবাদিক নেতাদের নেতৃত্বে স্বাধীনতা দিবসের দিন ডিইউজে কার্যালয় দখল করা হয়েছে। আমরা এই দখলদারিত্বের ধিক্কার জানাই। কোনো বিষয়ে আপত্তি থাকলে তারা সমঝোতার পথে এগুতে পারতো। কিন্তু এ ধরনের দখলবাজি পেশাদারিত্বের জন্য হুমকিস্বরূপ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এফবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।