ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

প্রতিদিন ধর্ষণের শিকার হয়ে মারা যাচ্ছেন ৫ নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, মার্চ ২৮, ২০১৬
প্রতিদিন ধর্ষণের শিকার হয়ে মারা যাচ্ছেন ৫ নারী

ঢাকা: প্রতিদিন ধর্ষণের শিকার হয়ে ৫ জন নারী মারা যাচ্ছেন বলে মন্তব্য করেছেন  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।  

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।


 
নোমান বলেন, প্রতিদিন ৫ জন নারী ধর্ষণের শিকার হয়ে মারা যাচ্ছেন। এর বাইরে যে কতো ধর্ষণের ঘটনা ঘটছে তার খবর আমরা পাইনি। এ ধরণের ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তনু হত্যাকাণ্ডের তদন্তে কমিটি গঠন করার দাবি জানান। সব ক্ষেত্রে সরকার ব্যর্থ। সরকারের পদত্যাগেরও দাবি জানান তিনি।

হত্যাকাণ্ড ধাপাচাপা না দিয়ে হত্যাকারীদের দ্রুত খোঁজে বের করে শাস্তির দাবি জানান নোমান।

মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এমইউএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।