ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

আমিনা খাতুনের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মার্চ ২৮, ২০১৬
আমিনা খাতুনের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ আফতাব উদ্দিন আহমেদের স্ত্রী ও জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম নেতা নাসির উদ্দিন মিঠুর মা আমিনা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ মার্চ) বিকেলে এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী, দানশীল ও পরহেজগার নারী হিসেবে মরহুমা আমিনা খাতুন অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

তার মৃত্যুতে এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুপুরে ঢাকায় ইন্তেকাল করেছেন আমিনা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।