ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

তাড়াশে আ’লীগের ৮ বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, এপ্রিল ১০, ২০১৬
তাড়াশে আ’লীগের ৮ বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কার

সিরাজগঞ্জ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশের ৮ ইউনিয়নে ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।  

রোববার (১০ এপ্রিল) দুপুরে তাড়াশ ঊপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম মণ্ডল, সিরাজুল ইসলাম, রবিউল করিম রনি, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজনু, উপদেষ্টা জহুরুল ইসলাম এবং সদস্য আব্দুস সামাদ মাস্টার।  

সনজিত কুমার কর্মকার বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।

শনিবার রাতে দলীয় কার্যালয়ে এক সভা থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ