ঢাকা: বিশ্ববরেণ্য কবি, গীতিকার, কথাশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (০৭ মে) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এ বাণীতে তিনি বলেন, কবিগুরু অবিচার-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের অনুপ্রেরণা যোগান।
খালেদা জিয়া বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার অনাবিল সৃষ্টিতে একদিকে যেমন স্বজাতির মূঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি জাতীয় জীবনের সব অচলায়তন ভেঙে বিশ্বের অতি অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন।
‘মানব প্রেম, প্রকৃতি প্রেম ও দেশপ্রেম তার লেখনির প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। আজও আমরা সবাই তার লেখনি দ্বারা উদ্বুদ্ধ হই এবং একই সঙ্গে তা সমাজের অনাচার, অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে আমাদের অনুপ্রেরণা যোগায়’।
আমি বিশ্বকবির জন্মবার্ষিকীতে সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
এদিকে অপর এক বার্তায় বাণী দিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আইএ