ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে সময় দেওয়া নিয়ে এবারও গড়িমসি ইসি’র!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ৭, ২০১৬
বিএনপিকে সময় দেওয়া নিয়ে এবারও গড়িমসি ইসি’র!

ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অন্য ধাপগুলোর মতো চতুর্থ ধাপেও বিএনপিকে সময় দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বিএনপি চেয়ারপার্সনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে অভিযোগ করেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য  নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতের সময় চাচ্ছেন শনিবার (০৭ মে) সকাল থেকে।

কিন্তু সাক্ষাতের সময় দেওয়া হবে কি-না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ইসি।

 

দলটির প্রতিনিধি দল এর আগে অনুষ্ঠিত তিনটি ধাপেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে। প্রথম থেকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রতিটি ধাপেই বিএনপি সিইসির কাছে সাক্ষাতের সময় চায়। কিন্তু কোনো ধাপেই আধাবেলার আগে সময় পায়নি দলটি। কোনো ধাপে বিকাল ৪টার পরে, কোনো ধাপে সাড়ে তিনটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

আর ভোটের শেষ পর্যায়ে বা শেষে বিএনপিকে সময় দেওয়ায় কার্যত সে সাক্ষাতগুলো ফলপ্রসু হয়নি। কেননা, ভোটগ্রহণ শেষে অনিয়মের অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ থাকে না।

এ অবস্থায় এবারো একই পরিস্থিতির সম্মুখীন করা হবে বলে দলটির নেতাদের অভিযোগ।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। শনিবার চতুর্থ ধাপের ৭০৩টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে। এরই মধ্যে অনিয়মের অভিযোগে অন্তত ১০টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সহিংসতায় ১ জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এ অবস্থায় বিএনপির প্রতিনিধি দলটি সিইসিকে অনিয়মের অভিযোগ দিতেই সময় চেয়েছে।

আগামী ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ০৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এবারের শেষ হবে ইউপি নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।