ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মে ৭, ২০১৬
মুন্সীগঞ্জে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাজীকসবা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার (০৭ মে) দুপুর পৌনে ১২টায় সরকারদলীয় প্রার্থীর কর্মীদের কেন্দ্র দখলের চেষ্টা ও চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের প্রিজাইডিং অফিসার আরিফ হোসেন ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে একদল লোক কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। পরে প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করলে পুলিশ নির্বাচনের সরঞ্জাম উপজেলা অফিসে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।