ঢাকা: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম অব্যাহত থাকলেও পরিস্থিতি ‘সন্তোষজনক’। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারা শনিবার (০৭ মে) অনুষ্ঠিত ৭০৩ ইউপি ভোটের এমন প্রতিবেদন পাঠাচ্ছেন।
তবে নির্বাচন কমিশনাররা বলছেন, কোথাও কোথাও বেশ অনিয়ম হচ্ছে। এক্ষেত্রে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, জামালপুর জেলায় বেশি অনিয়ম দেখা যাচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রামের হাটহাজারীতেই ৭ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ফেনীতে সহিংসতায় বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে ইসি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায় থেকে পরিস্থিতি সন্তোষজনক- এমন প্রতিবেদনই বেশি আসছে।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বাংলানিউজকে বলেন, কোথাও কোথাও অনিয়ম হচ্ছে। তবে তুলনামূলক পরিস্থিতি ভালোই।
এ ধাপের নির্বাচনে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এ পর্যন্ত অন্তত ১০টি ভোটকেন্দ্র স্থগিত করেছে কমিশন।
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে সংস্থাটি। আগামী ২৮ মে পঞ্চম ধাপে এবং ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
ইইউডি/এএটি/আইএ