ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
 জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয় বিএনপি

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি জনগণের ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, এ অবস্থানের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা কখনই জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়।

যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তারা সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটা আবার প্রমাণিত হয়েছে।

শনিবার (৭ মে) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপি নেতারা যা বলছে তাদের এটা বলা স্বাভাবিক। কারণ বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচারের গর্ভ থেকে। বিএনপি কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। বিএনপি কখনও গণতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক আর বাইরে থাকুক তারা বারবার জনগণের উপর আক্রমণ করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
 
দেশে সাম্প্রতিক সময়ের কয়েকটি হত্যার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহবুব-উল-আলম হানিফ বলেন, সরকারকে উৎখাত করার জন্য একাত্তরে পরাজিত শক্তি বহুবার চেষ্টা করেছে। জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হয়ে বিদেশি নাগরিক হত্যা করেছে। এতেও তারা ব্যর্থ হওয়ার পর এখন গুপ্তহত্যা চালিয়ে সরকারকে অস্থিতিশীল করতে চায়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম ও আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসকে/এএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।