ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সকালে গ্রেফতারি পরোয়ানা, বিকেলে জামিন মিন্টুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ১৮, ২০১৬
সকালে গ্রেফতারি পরোয়ানা, বিকেলে জামিন মিন্টুর

ঢাকা: নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুসহ দলটির ২৯ নেতার বিরুদ্ধে বুধবার (১৮ মে) সকালে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

বিকেলে আদালতে আত্মসমর্পণ করে মিন্টু জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন।

বিষয়টি বাংলানিউজকে জানান মিন্টুর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

এর আগে বুধবার (১৮ মে) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ পত্র আমলে নিয়ে ২৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল অবরোধে নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়েছিলো। গত ১৪ ফেব্রুয়ারি মামলাটিতে পল্টন থানার এসআই বিবেকানন্দ দেবনাথ ঢাকা সিএমএম আদালতে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সে অনুযায়ী বুধবার মামলাটির চার্জশিট বিচারের জন্য আমলে গ্রহণ করে চার্জশিটে পলাতক দেখানো এবং জামিন গ্রহণ না করা ২৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে শুধু আব্দুল আওয়াল মিন্টু জামিন পেলেন।

বাংলাদেশে সময়: ১৬১৫ ঘণ্টা, মে ১৮ ,২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।