ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে ২৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
মুন্সীগঞ্জে ২৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার প্রথম ও দ্বিতীয় ধাপে নির্বাচিত ২৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন।

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল তাদের শপথবাক্য পাঠ করান।


 
ইউনিয়নগুলো হলো-সিরাজদীখান উপজেলার রশুনিয়া, বাসাইল, বয়রাগাদি, ইছাপুরা, লতুব্দী, বালুরচর, মালখানগর, মধ্যপাড়া, কোলা, জৈনসার, চিত্রকোট, রাজানগর, শেখরনগর, কেয়াইন ইউনিয়ন এবং শ্রীনগর উপজেলার আটপাড়া, বাড়ৈখালি, বীরতারা, হাষাড়া, ষোলঘর, বাঘরা, ভাগ্যকুল, কোলাপাড়া, কুকুটিয়া, পাটাভোগ, রাঢ়ীখাল, শ্রীনগর ও শ্যামসিদ্ধি ইউনিয়ন।

নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, সহকারী কমিশনার শাহ নুসরাত, সিরাজদীখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।