ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

নুনগোলায় আ’লীগের নির্বাচনী কর্মী সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, মে ১৯, ২০১৬
নুনগোলায় আ’লীগের নির্বাচনী কর্মী সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার দাড়িয়াল মাদ্রাসা মাঠে নুনগোলা ইউনিয়নে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. জাহেদুর রহমানের সভাপতিত্বে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলিম উদ্দিনের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা।
 
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।
 
এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল্লাহ স্বপন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।