ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিতে এসপির পুরস্কার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩০, মে ২২, ২০১৬
ইউপি চেয়ারম্যানকে ধরিয়ে দিতে এসপির পুরস্কার ঘোষণা

যশোর: প্রায় ২শ’ বিঘা জমি দখলের অভিযোগ এনে যশোর ঝাঁপা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

শনিবার (২১ মে) জেলার পুলিশ সুপার এ ঘোষণা দেন।

এলাকাবাসী জানান, মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের নতুন চেয়ারম্যান শামছুল হক মন্টু ও তার ছোটভাই সাইফুল ইসলাম ১৩ মে (শুক্রবার) মোবারকপুর মৌজায় জোর করে ২শ’ বিঘা ফসলি জমিতে ঘের কাটা শুরু করেন।
 
জমির মালিক সুনীল, চিত্র হাজরা, ভগিরথ, মুকুন্দ, মিলন ও রফিকুলসহ অন্যরা বাধা দিতে গেলে পিস্তল ও ধারালো অস্ত্র প্রদর্শন করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।

এ সময় তারা ইউপি চেয়ারম্যান শামছুল হককে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘন্টা, ২২ মে ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।