পাবনা: আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে আবদুর রহিম (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
একই ইউনিয়নের রহিমপুর এলাকার জমশেদ বিশ্বাসের ছেলে আবদুর রহিম ২৮ মে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী আমজাদ হোসেনের ভাতিজা।
রোববার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে গয়েশপুর ইউনিয়নের পয়দা বাজারে এ হত্যাকাণ্ড হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান, গয়েশপুর ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে আমজাদ হোসেন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সান মোল্লার মধ্যে বিরোধ চলছিল। আমজাদের ভাতিজা আবদুর রহিম সকালে পয়দা বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় সান মোল্লার লোকজন এসে সবার সামনে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
এসআই