ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

‘শ্যামল কান্তি নয়, গোটা শিক্ষক সমাজ লাঞ্ছিত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, মে ২২, ২০১৬
‘শ্যামল কান্তি নয়, গোটা শিক্ষক সমাজ লাঞ্ছিত’ ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নয় গোটা শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

রোববার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহম‍ান বলেন, শিক্ষকদের মর্যাদা অনেক উপরে। তাদের লাঞ্ছিত করা মানে জাতিকে অসম্মান করা। শিক্ষকদের যতোই লাঞ্ছিত করা হোক তারা শিক্ষকতা করবেন, তারা জ্ঞান বিলিয়েই দেবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সংসদ সদস্য শিক্ষকের সঙ্গে এমন আচরণ করেছে তার ওই পদ থাকা উচিত নয়। তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২২, ২০১৬
এজেডএস/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।