ঢাকা: সরকার উৎখাতে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিচারিক আদালতের দেওয়া সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
রোববার (২২ মে) এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার এক আইনজীবী।
এর আগে গ্রেফতারের একদিন পর ১৬ মে (সোমবার) ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, বিএনপি নেতা আসলাম সম্প্রতি ভারতে ‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন সদস্যের সঙ্গে’ বৈঠক করেন। তিনি ‘সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে’ জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের আদালতে যেকোনো দিন আবেদনটি উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়:১৪০৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
ইএস/জেডএস