ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২২, ২০১৬
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মাকর্সবাদী) এ বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, সরকার গ্যাস ও বিদ্যুতের দাম আরও এক দফা বৃদ্ধি করতে যাচ্ছে। বতর্মানে এ সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি  কমিশনে (বিইআরসি) বিবেচনাধীন আছে। প্রস্তাব অনুযায়ী আবাসিক খাতে গ্যাসের বিল হবে সিঙ্গেল বার্নারে ১১০০ টাকা ও ডাবল বার্নারে ১২০০ টাকা। যা বতর্মানে ৬০০ টাকা ও ৬৫০ টাকা আছে।

বক্তারা আরো বলেন, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ভ্যাটসহ বাকি ব্যয় যোগ করলে যা ১০ শতাংশে দাঁড়াবে। ফলে দ্রব্যমূল্য আরো বাড়বে। ফলে সীমিত আয়ের মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হবে।

বক্তারা বলেন, ৮ মাস আগে গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ ও বিদ্যুতের দাম ২.৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। মহাজোট সরকারের ৭ বছরের শাসনামলে বিদ্যুতের দাম ৮ বার ও গ্যাসের দাম ৩ বার বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

রোববার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা বাতিলের দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ও সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছে বাসদ (মাকর্সবাদী)।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।