নাটোর: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বড়াইগ্রাম উপজেলার নগর, জোনাইল ও চান্দাই ইউনিয়নের সাধারণ ও সংরক্ষতি আসনের ১৮ জন সদস্যকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গুরুদাসপুর ও নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থী আয়শা বেগম, কার্ত্তিক বিশ্বাস, আনোয়ার হোসেন, আবু বক্কর, রফিক উদ্দিন, মাজেদা বেগম, নাজমা বেগম, আসাদুজ্জামান, আবু বকর সিদ্দিক, বাবুল শেখ, সাজেদা বেগম, পরিনা বেগম, মোজাম্মেল হক, আনোয়ার হোসেন, সফুরা বেগম, রুমানা বেগম, আব্দুস সালাম ও মুকুল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে ও যানবাহনে পোস্টার লাগানোর দায়ে প্রার্থীদের প্রাথমিকভাবে সর্তক করতে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ২৩, ২০১৬
আরএ