ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বুধবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির নেতারা।
এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী গঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার ক্ষুরধার লেখনীতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিপ্লবের মন্ত্র উচ্চারিত হয়েছে। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি।
বিএনপির এ নেতা আরও বলেন, পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে দেশ থেকে অন্যায়-অবিচার ও অত্যাচার নির্মূল করতে নজরুল ইসলামের লেখনীর আবেদন চিরদিন নির্যাতিত মানুষকে প্রেরণা যোগাবে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘন্টা, মে ২৫, ২০১৬
আরআই/এএসআর