ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট ছাড়া নির্বাচিতরা সচিবালয়ে, ভোট পেয়ে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ২৫, ২০১৬
ভোট ছাড়া নির্বাচিতরা সচিবালয়ে, ভোট পেয়ে কারাগারে ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন তারা সচিবালয়ে, আর যারা ভোটে নির্বাচিত হয়েছেন তারা আজ কারাগারে।

বুধবার (২৫ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তাঁতী দলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান আরও বলেন, জাতীয় সংসদে ১৫৩ আসন বিনা ভোটে নির্বাচিত, সেখানে জনগণের ভোটের প্রয়োজন হয়নি। অন্যদিকে, কয়েকটি সিটি করপোরেশনে বিএনপির মনোনীতরা প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়েও আজ কারাগারে আছেন।

বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। এর মাধ্যমে সব ধর্মের অধিকার স্বীকার করে বিএনপি, যোগ করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ২৫, ২০১৬
টিএইচ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।