ঢাকা: ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে মোসাদের ষড়যন্ত্রের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।
বুধবার (২৫ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে সংগঠনের জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০১৬'তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবুল কালাম আজাদ বলেন, মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠক হয়েছে, এ বিষয়ে ভারতের হাই কমিশনকে জিজ্ঞাসা করা দরকার ছিল।
শুধু আসলাম চৌধুরীই নন, তার পেছনে আর কারা জড়িত তা বের করতে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি।
অন্যদিকে, দেশে দুর্নীতি বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।
দশম জাতীয় নির্বাচনের মতো একাদশ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের প্রত্যাশা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দেবে না বিএনএফ। প্রয়োজনে শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী আসনে প্রার্থী দেওয়া হবে।
পরাশক্তি দেশগুলোর নজর এখন বাংলাদেশের খনিজ সম্পদের দিকে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব ছাত্র-যুবদের আধা সামরিক প্রশিক্ষণ দিতে হবে, দেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা ফ্রন্টের আহ্বায়ক নাসিরা রফিকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনএফের কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ জাহান চৌধুরীসহ দলের অন্যান্য নেতা ও জেলা পর্যায়ের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
টিএইচ/আরআইএস/আইএ