ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ইসলাম বিরোধী বিষয় বাতিল ও পাঠদান বন্ধ করুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
‘ইসলাম বিরোধী বিষয় বাতিল ও পাঠদান বন্ধ করুন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাঠ্য বই থেকে ইসলাম বিরোধী বিতর্কিত বিষয়গুলো বাতিল করে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সরকারের প্রতি দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আর অবিলম্বে পাঠ্য বই থেকে ধর্শবিরোধী বিষয়গুলোর পাঠদান বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ মে) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি।

চরমোনাই পীর বলেন, বাংলা পাঠ্য বইয়ের বিতর্কিত বিষয়গুলোর পাঠদান বন্ধের নির্দেশ দিন। নতুন শিক্ষাবর্ষে ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ পাঠ্যবই ছাত্রছাত্রীদের হাতে দিন।

তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল করতে হবে। এসব শিক্ষা পদ্ধতি বাস্তবায়িত হলে দেশের মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ করা হবে আর বিতর্কিত সিলেবাসের বই পড়াতে বাধ্য করা হবে।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজজুল করীম, নায়েবে আমির মুফতি মোসাদিদক বিল্লাহ মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, জাকারিয়া রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান, শরীয়া বিষয়ক উপদেষ্টা, মুফতি উমর স্বন্ধিপী ইসলাম ঐক্য আন্দোলনের চেয়ারম্যান ইশাই শায়েকি মোহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসএ/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।