ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বেগমগঞ্জে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বেগমগঞ্জে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয় নম্বর রাজগঞ্জ ও জিরতলী  ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ও আওয়ামী প্রার্থীর সমর্থক সৈয়দ আহম্মদ (৬৪) এবং একই উপজেলার জিরতলী ইউনিয়নের মিলনের ছেলে ছাত্রলীগ কর্মী শাকিল আহম্মদ (২২)।

 

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জ উপজেলা রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে ও জিরতলী ইউনিয়নের কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- রাজগঞ্জ ইউনিয়নের আলাদী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহজাজলালসহ (৬৫) দু’জন, গোপালপুর ইউনিয়নের বসন্তেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে জাফর মিয়াসহ (৪৫) দু’জন। গুলিবিদ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ৫ম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২২৫টি কেন্দ্রের মধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, ব্যালট বক্স, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ৮১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন প্রিজাইডিং অফিসারগণ।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা ভোট স্থগিতের ঘোষণা দেন। এরমধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৫৫টি ও সেনবাগ উপজেলায় ২৬ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল ৮টা থেকে জেলার বেগমগঞ্জ উপজেলার ১৬টি ও সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নের মোট ২২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা শুরু করে। এসময় বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার ছিনতাই এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে এসব ঘটনায় বেগমগঞ্জ উপজেলার ৫৫টি ও সেনবাগ উপজেলার ২৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা।

এরআগে, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে।  

এসময় ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় ভয়ে দৌড়ে যাওয়ার সময় দেওয়ালের সাথে মাথায় আঘাত লেগে ও গুলিবিদ্ধ সৈয়দ আহমদ নামের আওয়ামী লীগ প্রার্থী এক সমর্থক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, দুপুর ১২টায় বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী শাকিল আহম্মদ (২২) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ও জিরতলী ইউনিয়নে দু’জন নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬/আপডেট: ২০৪৩
এসআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।