ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে নৌকার প্রার্থীর নির্বাচন বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
মুন্সীগঞ্জে নৌকার প্রার্থীর নির্বাচন বর্জন

মুন্সীগঞ্জ: ভোট কারচুপি, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ রিপন পাটোয়ারি।

শনিবার (২৮ মে) সকাল ৮টায় পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শিল্পকলার সামনে জিপসি ফুড কর্নারে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।

এদিকে, সকাল থেকেই মোল্লাকান্দি ইউনিয়নে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। এ অবস্থায় নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন এই প্রার্থী।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।