ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালাইয়ে আ’লীগ কর্মীদের মারপিটে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
কালাইয়ে আ’লীগ কর্মীদের মারপিটে আহত ৪

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপির তিন কর্মী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র) এক ভোটারকে পিটিয়ে আহত করেছে আ’লীগের কর্মীরা।

শনিবার (২৮ মে) সকালে উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুম সাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ইউনিয়নের সাতার গ্রামের সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের আবদুল বাতেন, আশুরাইল গ্রামের জাকারিয়া হোসেন (৫০) ও দাউদিয়া গ্রামের মামুনুর রশিদ (৩২)।

আহত বিএনপির কর্মীরা বাংলানিউজকে জানান, সকালে বিএনপি প্রার্থী ইয়াকুব আলী মণ্ডলের তিন কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করে। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিকের নেতাকর্মীরা তাদের পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোট গ্রহণের কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে। আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।