ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে আওয়ামী লীগ ৪, বিএনপি ২ ও স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
ঝিনাইদহে আওয়ামী লীগ ৪, বিএনপি ২ ও স্বতন্ত্র ২

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় সাতটি ও হরিণাকুন্ডু উপজেলার একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ, দু’টিতে বিএনপি ও অপর দু’টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


পঞ্চম দফায় শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হয়।

এরপর গণনা শেষে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি আরো জানান, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা, গান্না ইউনিয়নে আওয়ামী লীগের নাসির উদ্দিন মালিথা, কুমড়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের আশরাফুর ইসলাম ও হলিধানি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশিদ মিয়া জয়ী হয়েছেন।


সদর উপজেলার সাগান্না ইউনিয়নে বিএনপির আলাউদ্দিন আল মামুন ও মহারাজপুর ইউনিয়নে বিএনপির খুরশিদ আলম এবং সাধুহাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজির উদ্দিন ও মধুহাটি ইউনিয়নে অপর স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।