ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছায় আ’লীগ ৪, বিএনপি ৪, স্বতন্ত্র ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
মুক্তাগাছায় আ’লীগ ৪, বিএনপি ৪, স্বতন্ত্র ২

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা ৪ ইউপিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির প্রার্থীরা ৪টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা ২ ইউপিতে জয়লাভ করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম শনিবার (২৮ মে) রাত সাড়ে ৮টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ ইউনিয়নে নির্বাচিতরা হলেন- ১০ নম্বর খেরুয়াজানি ইউনিয়নে রফিকুল ইসলাম মাজাহারুল (বিএনপি), ৯ নম্বর ইউয়িনে কাশেরপুর ইউনিয়নে ইফতেখার রসুল চৌধুরী (স্বতন্ত্র),  ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নে মজনু সরকার (আ’লীগ), ৭ নম্বর গুগা ইউনিয়নে কামরুজ্জামান লেবু (বিএনপি), ৬ নম্বর মানকুন ইউনিয়নে অ্যাডভোকেট আমিনুল ইসলাম (বিএনপি), ৫ নম্বর বাশাটি হাফিজুর রহমান মঞ্জু (বিএনপি), ৪ নম্বর কুমারগাতা ইউনিয়নে প্রার্থী আকবর আলী (আ’লীগ), ৩ নম্বর তারাটি মনিরুজ্জামান মনি (আ’লীগ), ২ নম্বর বরগ্রাম ইউনিয়নে সিদ্দিকুজ্জামান সিদ্দিক (আ’লীগ) ও ১ নম্বর দুল্লা ইউনিয়নে হোসেন আলী হুসি (স্বতন্ত্র)।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।