ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ২ ইউপির ১টিতে আ.লীগ, অপরটির ফল স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
বরিশালে ২ ইউপির ১টিতে আ.লীগ, অপরটির ফল স্থগিত

বরিশাল: ৫ম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরিশাল জেলায় দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে বাকেগঞ্জের দূর্গাপাশায় আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশার সিকদার ৫ হাজার ৩শ ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।



অপরদিকে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে ৩টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ফল ঘোষণা করা হয়নি।

শনিবার (২৮ মে) রাতে উপজেলা রিটার্নিং অফিসার মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

অপরদিকে বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। বাকি ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সেগুলোতে পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।