ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ১২টিতে জয়ী নৌকা, একটিতে ধানের শীষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ১২টিতে জয়ী নৌকা, একটিতে ধানের শীষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় শনিবার (২৮ মে) অনুষ্ঠিত নির্বাচনে ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১২টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ২টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং একটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।

উভয় উপজেলায় ভোটগণনা শেষে শনিবার রাতে উপজেলা রিটার্নিং অফিসার বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউপির ৬টিতে আওয়ামী লীগ ও ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মির্জাপুর ইউপিতে আওয়ামী লীগের মো. আবু সুফিয়ান চৌধুরী (নৌকা), ভুনবীর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মো. চেরাগ আলী (আনারস), শ্রীমঙ্গল সদর ইউপিতে আওয়ামী লীগের ভানু লাল রায় (নৌকা), সিন্দুরখান ইউপিতে আওয়ামী লীগের মো. আব্দুল্লাহ আল হেলাল (নৌকা), কালাপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মুজিবুর রহমান মুজুল (আনারস), আশিদ্রোন ইউপিতে আওয়ামী লীগের নরেন্দ্রপ্রসাদ বর্ধন জহর (নৌকা), রাজঘাট ইউপিতে আওয়ামী লীগের বিজয় বুনাজী (নৌকা), কালিঘাট ইউপিতে আওয়ামী লীগের প্রাণেশ গোয়ালা (নৌকা) এবং সাতগাঁও ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মিলন শীল (আনারস)।

কমলগঞ্জ উপজেলার ৯ ইউপির ৬টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও ২টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হন। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-  রহিমপুর ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল (নৌকা), পতনউষার ইউপিতে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মো. তওফিক আহমদ বাবু (নৌকা), মুন্সীবাজার ইউপিতে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব তরফদার (নৌকা), শমশেরনগর ইউপিতে আওয়ামী লীগের জুয়েল আহমদ (নৌকা), কমলগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের মো. আব্দুল হান্নান (নৌকা), আলীনগর ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক হক বাদশা (নৌকা), আদমপুর ইউপিতে বিএনপির মো. আবদাল হোসেন (ধানের শীষ), মাধবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী পুষ্প কুমার কানু (সিএনজি) এবং ইসলামপুর মো. আবদুল হান্নান (আনারস)।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
বিবিবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।