সিরাজগঞ্জ: ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার চেয়ারম্যান ও নয় মেম্বর প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পূর্ণিমাগাঁতী, বাঙালা ও হাটিকুমরুল ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পুর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী বুলবুল কবির, বাঙালা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল ইসলাম নসু।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকরাম হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানো, প্যানাবোর্ড স্থাপন ও যানবাহনে স্টিকার লাগানোর অভিযোগে পুর্ণিমাগাঁতী ও বাঙালা ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থীকে ১২ হাজার টাকা এবং হাটিকুমরুল ইউনিয়নের ৯ মেম্বর প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরএ