ঢাকা: বেসরকারি মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১ জুন) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব বলেন, সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকতা জীবনে তার পেশায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাংবাদিকতা জীবনে তিনি স্বাধীন সাংবাদিকতার উদ্দেশ্যকে সামনে রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কর্মনিষ্ঠ ও সজ্জন ব্যক্তি হিসেবে সবার কাছে অত্যন্ত সমাদৃত ছিলেন।
ফখরুল বলেন, গণতন্ত্র ও মুক্তমত প্রসারে তার ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বুধবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ফাহিম মুনয়েম। তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এইচএ/