লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন এবং একটি ইউনিয়নে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক ইউছুফ আজম সিদ্দিকী ও আবু সাঈদ চৌধুরী শাকিল এ তথ্য জানিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নে নাজমুল হক রাজুকে আহ্বায়ক, শামিম হোসেন লিটন, মনির হোসেন ও মিজানুর রহমান ঢালীকে যুগ্ম আহ্বায়ক করা হয়। ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে মনির হোসেনকে আহ্বায়ক, তাজুল ইসলাম হাওলাদার, ছৈয়দ আহম্মদ চৌধুরী ও লিটনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ ও নিস্ক্রিয় থাকায় উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন সুমন বলেন, সংগঠনকে গতিশীল করতে দুইটি ইউনিয়নে ২১ সদস্য করে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করা জন্য ওই কমিটির নেতাদের নির্দেশ দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ ও নিস্ক্রিয় থাকায় উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৯২৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
পিসি/