ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

‘সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুন ৪, ২০১৬
‘সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারপরও এ পর্যন্ত যতগুলো গুপ্ত হত্যা ঘটেছে তার সুরাহা হয়েছে।

এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার হয়েছে।

 

শনিবার (০৪ জুন) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

হাসানুল হক ইনু বলেন, বিএনপি দল গোছাবে কী গোছাবে না সেটা তাদের ব্যাপার। বিএনপি জঙ্গিদের ও আগুন সন্ত্রাসীদের দলে রাখবে কিনা সেটা নিয়ে জনগণের কিংবা সরকারের কোনো মাথা ব্যথা নেই।

তথ্যমন্ত্রী বলেন, সরকার মনে করে বিএনপি জঙ্গিবাদী সন্ত্রাসের পক্ষে উকালতি করবে না, সাফাই গাইবে না। পাকিস্তানের প্রশ্নে নীরবতা রক্ষা করার মধ্যদিয়ে পাকিস্তানের পক্ষ নেবে না। যুদ্ধাপরাধীদের পক্ষে মুখ বন্ধ করার নীতি গ্রহণ করার মধ্যে দিয়ে তারা যুদ্ধাপারাধীদের পক্ষ নেবে না। তবেই আমরা মনে করবো বিএনপি গণতন্ত্রের জন্য উপযুক্ত সার্টিফিকেট পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, বিএসবি ক্যামব্রিয়ান শিক্ষা গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।