সিলেট: প্রখর রৌদ্র। লাইনে দাঁড়ানো নারী।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার হাজী ওয়াসিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। এভাবে অসংখ্য নারী রোদের প্রখরতা উপেক্ষা করে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে।
শুধু এ কেন্দ্রই নয়, প্রবাসী অধ্যুষিত এ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে এভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সরেজমিন প্রায় প্রতিটি কেন্দ্রে দেখা গেছে নারীদের দীর্ঘ লাইন। উপজেলার কুড়ারবাজার, আকাখাজানা, দেউলগ্রাম, গোবিন্দশ্রী, দুবাগ, মেওয়াসহ বিভিন্ন গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
হাজী ওয়াসিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বদরুল ইসলাম বলেন, পুরুষ ভোটাররা বিচ্ছিন্নভাবে এসে ভোট দিলেও নারী ভোটাররা প্রখর রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
উত্তর আকাখাজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আখতার হোসাইন বাংলানিউজকে বলেন, পুরুষ ভোটারের উপস্থিতির চেয়ে নারীর উপস্থিতি বেশি ছিল। নারীরা লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন।
কুঁড়ারবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লুৎফুর রহমান বলেন, সকাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে ভোট নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রায় ৭৫ থেকে ৮০ ভাগ ভোট কাস্ট হয়েছে।
দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মহসীন হাবিব ভোটারদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, এ কেন্দ্রে দু’জন নারী ভোটারকে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। তবে তাদের আইডি কার্ডের মিল-অমিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
কেন্দ্রে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, সঠিকতা যাচাইক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটসহ বিভাগের ১২ উপজেলায় ৮৬ ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ জুন) সকাল থেকে বিভাগের চার জেলায় ১৩ লাখ ৮৯ হাজার ১৪৪ ভোটার তারা ৮৩৬ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার দু’টি ইউনিয়ন। এরমধ্যে বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৮ হাজার ৯৮০ জন। জকিগঞ্জ উপজেলায় ৯ ইউনিয়নে একলাখ ৩৭ হাজার ১৬৬ জন এবং গোয়াইনঘাট উপজেলার নবসৃষ্ট লেমুড়া ও দৌবাড়ি ইউনিয়নে ২১ হাজার ৯৮০ জন ভোটার রয়েছেন। এ দু’টি ইউনিয়নে ১৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এনইউ/এসএইচ