বেনাপোল (যশোর): একে অপরের কর্মীদের ওপর হামলা, মারধর, ভোট দিতে বাধাসহ বিভিন্ন ছোট বড় ঘটনার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়নে ৬ষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ৭ ও ৩টিতে স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন।
শনিবার (০৪ জুন) রাতে শার্শা উপজেলা নির্বাচন অফিসের একাধিক সূত্র বিষয়টি বাংলানিউজকে জানায়।
বিজয়ীরা হলেন- শার্শার ১ নম্বর ডিহী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হোসেন আলী, ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নে নৌকার সালাহউদ্দীন শান্তি, ৩নম্বর বাহাদুরপুর ইউনিয়নে নৌকার মিজানুর রহমান, ৫নম্বর পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাদিউজ্জামান হাদি, ৬নম্বর গোগা ইউনিয়নে নৌকার আব্দুর রশিদ, ৭নম্বর কায়বা ইউনিয়নে নৌকার হাসান ফিরোজ আহমেদ টিংকু, ৮নম্বর বাগআঁচড়া ইউনিয়নে নৌকার ইলিয়াছ কবির (বকুল), ৯ নম্বর উলাশী ইউনিয়নে নৌকার আয়নাল হক, ১০ নম্বর শার্শা সদর ইউনিয়নে নৌকার সোহরাব হোসেন ও ১১ নম্বর নিজামপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম।
জানা যায়, যশোরের শার্শা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০টিতে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৪ নম্বর বেনাপোল ইউনিয়নে সীমান্ত জটিলতায় নির্বাচন হয়নি।
আ’লীগের জয়ী হওয়া বিদ্রোহী প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করে জেলা আ’লীগ। কিন্তু বহিষ্কৃতরা তা প্রত্যাখান করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এসএইচ