ঢাকা: ‘গরু-ছাগলের মাথা কেনা যায়, মানুষের নয়। যাদের নীতি নাই তারা কাপুরুষ।
শনিবার (০৪ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি মিলনায়তনে’ মেধাবী বুয়েট ছাত্রী সাবেকুন নাহার সনির চতুর্দশ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন।
ড. কামাল হোসেন বলেন, ‘অন্যায়ের সঙ্গে আপস নয়। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যেখানে আইনের শাসন নেই, সেখানে উন্নতির চিন্তা করা যায় না’।
দেশ শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখার জন্য আমরা যুদ্ধ করিনি। দেশকে ধ্বংসের দিকে যারা ধাবিত করছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়োজনে আবার যুদ্ধ করতে হবে। মনে রাখবেন, দেশ ধ্বংস হয়ে যায়নি। আমাদেরকে লেগে থাকতে হবে। আর লেগে থাকলে সফলতা একদিন আসবেই’।
সন্ত্রাসকে আশ্রয় নয় মন্তব্য করে ড. কামাল বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তারা আমাদেরই আত্মীয়-স্বজন। কাজেই তাদেরকে আশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে জনমত গঠন করে প্রতিরোধ করতে হবে’।
জাতি গঠন করতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও কথা বলেন তিনি।
ড. কামাল আরো বলেন, ‘ক্ষমতা, লোভ কখনো সাফল্য দেয় না, বরং সমাজকে ধ্বংস করে দেয়। মানুষের মন জয় করতে হবে। তথ্য দিয়ে, যুক্তি দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে। নিরাশ হওয়ার কিছু নেই। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠন করতে হলে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। সনির মতো আর যেন কোনো বাবা-মায়ের বুক অকালে খালি না হয়, সেদিকে নজর রাখতে হবে। আজ যে শিশু কাল সে বাবা। তাই আজ যদি আমরা শিশুদের প্রতি যত্নবান হই, তাহলে ভবিষ্যতে ওরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে। বাংলাদেশে কোনো কিছু অর্জন করতে হলে লেগে থাকতে হয়। আমাদের সকলকে ভালোর পথে লেগে থাকতে হবে’।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুব হাসান, বাংলাদেশ অভিভাবক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কবীর, বুয়েটের সাবেক উপাচার্য এ এম এম শফিউল্লাহ, বাংলাদেশ অভিভাবক পরিষদের সদস্য সচিব বিজয় তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এসজে/এএসআর