ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চৌদ্দটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দশটিতে আওয়ামী লীগ, চারটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ষষ্ঠ দফায় শনিবার (০৪ জুন) সন্ধ্যায় ভোট গণনা শেষে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শৈলকুপার উপজেলার দিগনগর ইউনিয়নে আওয়ামী লী মনোনীত প্রার্থী জিল্লুর রহমান তপন বিশ্বাস, উমেদপুর ইউনিয়নে সাব্দার মোল্লা, সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মামুন হোসেন, ফুলহরি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জামিনুর রহমান বিপুল, হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত জিকু শিকদার, ধলহরাচন্দ্র ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান বিশ্বাস, দুধসর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সোয়েব আলী জোয়ার্দ্দার, বগুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম বিশ্বাস, কাঁচেরকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সালাউদ্দীন মামুন জোয়ার্দ্দার, মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আরিফ রেজা মুন্নু এবং ত্রিবেনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জহরুল হক খাঁন, মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবাইপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দীন বিশ্বাস ও নিত্যানন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
পিসি