ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে ১৯টি ইউপিতে আ’লীগ ১৬, স্বতন্ত্র ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
শরীয়তপুরে ১৯টি ইউপিতে আ’লীগ ১৬, স্বতন্ত্র ৩

শরীয়তপুর: শরীয়তপুরের তিন উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ১৬টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভেদরগঞ্জ উপজেলার ১১টি  ইউপির মধ্যে ৯টি আওয়ামী লীগ ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- রামভদ্রপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) বিপ্লব শিকদার ও চরকুমারিয়া ইউপিতে মোহাম্মদ মোজাম্মেল হক।

ভোটে নির্বাচিতরা হলেন- মহিষার ইউপিতে মো. নুরুল ইসলাম শিকদার, সখিপুর ইউপিতে কামরুজ্জামান মানিক, ডিএম খালি ইউপিতে মো. জসিম মাদবর, আরশিনগর ইউপিতে মো. সামসুদ্দোহা রতন, চরভাগা ইউপিতে মো. হাবিবুর রহমান, দক্ষিণ তারাবুনিয়া ইউপিতে শাহ জালাল মাল ও উত্তর তারাবুনিয়া ইউপিতে মো. ইউনুস সরকার।

এছাড়া চরসেনসাস ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মোহাম্মদ জিতু বেপারী ও নারায়নপুর মো. নাসির উদ্দিন তালুকদার।

ডামুড্যা উপজেলার ৭টি ইউপিতে ৬টিতে আওয়ামী লীগ ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন।

বিজয়ীরা হলেন- দারুল আমান ইউপিতে মোক্তার হোসেন খান, সিড্যা ইউপিতে আলাউদ্দিন আমিন, কনেশ্বর ইউপিতে আনিছুর রহমান, ধানকাঠি ইউপিতে আব্দুর রাজ্জাক পিন্টু, পূর্ব ডামুড্যা ইউপিতে মাসুদ পারভেজ লিটন ও শিধলকুড়া ইউপিতে জানে আলম খোকন।

এছাড়া ইসলামপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) আমিন উদ্দিন ঢালী।

মামলা জটিলতায় তৃতীয় ধাপে স্থগিত হওয়া গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন সরদার বিজয়ী হন।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।