ঠাকুরগাঁও: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৃণমূলে সন্ত্রাস এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
সোমবার (০৬ জুন) বিকেল ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউপি নির্বাচনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামে এসপির স্ত্রীকে প্রকাশ্যে খুন করেছে, এভাবে প্রতিনিয়ত হত্যা হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, এ সরকারের ও নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনী ফলাফল তাদের অনুকূলে নিয়েছে।
মির্জা ফখরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসের পথ পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানান।
এ সময় ঠাকুরগাঁও পৌরসভা মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, বেগুনবাড়ি ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী আহসান হাবীবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষ ধাপের ইউপি নির্বাচনে বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা চারটি দোকান ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, এরআগে নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী ঘটনা নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব।
ওই ইউনিয়নে ফলাফল স্থগিত হওয়া একটি কেন্দ্রে পরবর্তী তারিখে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। পরে তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসআর