ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপের প্রয়োজন নেই, হাসিনা একাই পারবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুন ৭, ২০১৬
সংলাপের প্রয়োজন নেই, হাসিনা একাই পারবেন ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন ও সুখী সমৃদ্ধ দেশ গড়তে কারো সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই পারবেন।


 
মঙ্গলবার (৭ জুন) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
 
নাজমুল হুদা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা এখন ক্ষমতায়। আমরা সবাই জানি উনি কী করতে পারেন। দেশের আইনের শাসন, গণতন্ত্র, উন্নয়ন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠাসহ সব কিছু করার ক্ষমতা ওনার আছে। এ জন্য কারো সঙ্গে সংলাপে বসার প্রয়োজন নেই। উনি একাই পারবেন।
 
তিনি বলেন, উনি (হাসিনা) পদ্মাসেতু তৈরি করছেন, রাজধানীতে ফ্লাইওভার নির্মাণ করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জনগণ ওনাকে ভালো না বেসে কাকে ভালোবাসবেন? কাকে ভোট দেবেন?
 
গণতন্ত্র এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি উল্লেখ করে নাজমুল হুদা বলেন, তবে এ কথা স্বীকার করতেই হবে, গণতন্ত্র এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। ৫ জানুয়ারির নির্বাচন যেভাবে হয়েছে, তাকে কেউ বলতে পারবে না, তারা ঠিকমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ইউপি নির্বাচন যেভাবে হলো, তাতে গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে আছে, তা বলা যাবে না।
 
বিএনপির সাবেক এই নেতা বলেন, কিন্তু এ নিয়ে অন্য জায়গা দৌড়াদৌড়ি করার কিছু নেই। যা করার জননেত্রী শেখ হাসিনাই করবেন। উনিই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন।
 
জাতীয় গণতান্ত্রিক লীগের উপদেষ্টা ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সংগঠনটির সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এজেড/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।