ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে শিবিরে সাধারণ সম্পাদকসহ আটক ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, জুন ১১, ২০১৬
ময়মনসিংহে শিবিরে সাধারণ সম্পাদকসহ আটক ১২

ময়মনসিংহ: ময়মনসিংহ শহর শিবিরের সাধারণ সম্পাদক আশরাফুর আলমসহ (২০) সন্দেহভাজন আরো ১১ জনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সানাকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দু’টি ছাত্রবাস থেকে তাদের আটক করা হয়।



আটক সন্দেহভাজন ১১ জন হলেন- রাফিম (১৯), মারুফ (১৭), শুভ (১৭), মাহফুজ (১৭), আব্দুল কাদের (২১), মুরাদ (১৫), জয় (১৮), সুজাত (১৯), অলিউল্লাহ (১৯), দুর্জয় (১৭) ও শামীম (১৮)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বাংলানিউজকে জানান, আটক নেতাকর্মীদের মধ্যে আশরাফুর আলম শিবিরের নেতা বাকীরা সন্দেহভাজন। আশরাফুর আলমের নিয়ন্ত্রাধীন একটি ছাত্রবাস থেকে জেহাদি বই, জামাত শিবিরের ব্যানার ও পোস্টারসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এমজেডআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।