ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনগণকে সংগঠিত করে গুপ্তহত্যা প্রতিহত করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
‘জনগণকে সংগঠিত করে গুপ্তহত্যা প্রতিহত করা হবে’

ঢাকা: দেশের জনগণকে সংগঠিত করে গুপ্তহত্যা প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

রোববার (১২ জুন) ১৪ দলের যৌথসভায় জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার মাধ্যমে জনগণকে সংগঠিত করে গুপ্তহত্যা প্রতিহত করা হবে।

দেশে অব্যাহত গুপ্তহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১৯ জুন সারাদেশে ১৪ দলের মানববন্ধন কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে এ যৌথসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানানো হয়।

সভায় মোহাম্মদ নাসিম জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও জনগণের প্রতি সেই আহ্বান জানাই, জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আপনারা অতীতের মতো আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের নিয়ে জঙ্গিবাদ ও অপশক্তির বিরুদ্ধে দৃঢ় আন্দোলন গড়ে তুলে তাদের পরাজিত করবো’।

নাসিম বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের মুক্তিযুদ্ধকে ব্যর্থ করতে নিরীহ মানুষকে হত্যা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকেও দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখনই সুপরিকল্পিতভাবে সেই মুখচেনা মহল দেশে সহিংসতা চালাচ্ছে, টার্গেট করে গুপ্তহত্যা করছে’।

হাসানুল হক ইনুকে হত্যার হুমকির নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি বিশ্বাস করি, এসব হুমকিতে হাসানুল হক ইনু শুধু নন, আমরা কেউই ভয় পাই না। ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। যারা কাফনের কাপড় পাঠায় তারা কাপুরুষ। তাদের হুমকিতে ভয়ের কিছু নেই’।

আগামী ১৯ জুন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা রাজধানীসহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে সফল করতে ১৪ দল, ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ নেতাদের এ যৌথসভা আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের (আরেকাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।