ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে হিজবুত তাহরীর জেলা প্রধান অস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, জুন ১৩, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে হিজবুত তাহরীর জেলা প্রধান অস্ত্রসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: হিজবুত তাহরীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রধান ওমর ফারুককে (৩০) অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) দিবাগত রাত পৌনে একটায় তাকে আটক করা হয়।

ওমর ফারুক সদর উপজেলার ৯ নম্বর রানীহাটী ইউনিয়নের ১ নম্বর ঘোড়াপাখিয়া ওয়ার্ডের সাদিকুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে একটায় ওমর ফারুকের বাড়ি সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, আধাকেজি গান পাউডার ও বিভিন্ন লিফলেট উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এর আগে ২০১২ সালেও একটি সন্ত্রাসের মামলা হয় বলে জানান ওসি।

এদিকে, জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, রোববার মধ্যরাত পর্যন্ত জেলার ৫ থানার পুলিশ ৩১ জনকে আটক করেছে। এদের মধ্যে ২২ জনের নামে ওয়ারেন্ট ও ৯ জনের নামে মামলা রয়েছে। এছাড়াও ৪জন জামায়াত কর্মী রয়েছেন।

এদের মধ্যে দু’জনের নাম জানা গেছে, এরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর কমিটির নায়েবে আমির নুরুল হুদা (৫২) ও আরেকজন গোমস্তাপুরের চৌডালা ইউপি কার্যনির্বাহী পরিষদের সদস্য ওয়ালিউল্লাহ (৪৪)।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।