ঢাকা: সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সারাদেশে চলমান সাঁড়াশি অভিযানে রোববার (১২ জুন) রাত থেকে সোমবার (১৩ জুন) সকাল পর্যন্ত ১৮ জেলায় ৯৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে।
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
বাগেরহাট: বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি- জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা এ তথ্য জানান।
দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বিষয়টি নিশ্চত করে জানান, এদের মধ্যে একজন জেএমবি সদস্য রয়েছে।
ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে দুই জঙ্গি সদস্য ও জামায়াতের আট নেতাকর্মীসহ বিভিন্ন মামালায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর: সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে লক্ষ্মীপুরে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর ডিআই-ওয়ান (গোয়েন্দা পুলিশের বিশেষ কর্মকর্তা) মো. বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, জেলার ছয় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেরপুর: চলমান সাঁড়াশি অভিযানে মেহেরপুরের তিন উপজেলা থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, এদের মধ্যে এক জেএমবি সদস্য ও জামায়াত ও শিবিরের তিন কর্মীসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য ও বিএনপি-জামায়াতের তিন কর্মীসহ ৩৪ আসামিকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত পুলিশ আশাদুজ্জামান আসাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে জামায়াত-শিবিরের আট কর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
জয়পুরহাট: জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ জঙ্গিসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মানিকগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় মানিকগঞ্জের ছয় উপজেলা থেকে বিএনপি জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ জনকে গ্রেফতার করেছে জেলার বিভিন্ন থানার পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) বাংলানিউজকে বিষয়টি জানান, এদের মধ্যে জহিরুল আলম নামে জেএমবির এক সদস্য রয়েছে।
যশোর: দেশব্যাপী জঙ্গি দমনের লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে যশোরে ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এদের মধ্যে জঙ্গি ও জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী রয়েছে।
রাজশাহী: রাজশাহীতে সাঁড়াশি অভিযানে এক জেএমবি সদস্যসহ ১০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম এসব তথ্য জানিয়েছেন।
বগুড়া: বগুড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিন জেএমবি ও জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল: বরিশালে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. শহিদউল্ল্যাহ।
নাটোর: দেশব্যাপী জঙ্গি দমনে বিশেষ অভিযানের অংশ হিসেবে নাটোরে বিভিন্ন মামলার ৬৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া রেজিস্ট্রিবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে ১৮টি।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুর্খাজী বিষয়টি নিশ্চিত করেন।
পাবনা: পাবনায় সাঁড়াশি অভিযানে ঈশ্বরদীতে এক জেএমবি সদস্যসহ জেলার নয় উপজেলা থেকে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) সিদ্দিকুর রহমান এসব তথ্য জানান।
সিলেট: সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও হিজবুত তাহরির সদস্যসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরএ