ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, জুন ১৩, ২০১৬
সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  দেশে চলমান গুপ্তহত্যা বন্ধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল।

সোমবার (১৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় দলটি।

‘গুপ্তহত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ এ  মানববন্ধনের আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা।

এতে বক্তব্য দেন দলটির পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, এম এ গণি, সদস্য সাইমুম হক ও বিরেন সাহা প্রমুখ।

বক্তারা বলেন, ‘এ দেশে কেউ আর নিরাপদ নন। সকালে ঘর থেকে বের হয়ে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না যে, সন্ধ্যায় জীবিত ফিরতে পারবেন কি-না’।

তারা আরও বলেন, ‘জঙ্গিদের টার্গেট এখন কেবল সংখ্যালঘু সম্প্রদায় এবং মুক্তচিন্তার মানুষেরাই নয় তারা এখন ঢুকে পড়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘর পর্যন্তও। তাই সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে তাদের কঠোর হস্তে দমন করুন। তা না হলে আমরা কেউই রেহাই পাবো না’।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর শাখার সভাপতি বাবুল বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসএ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।